শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার এর পরিচিতি

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার

পরিচিতি অবদান

 

প্রতিষ্ঠাকাল:  ২০১১ ঈ. সাল মোতাবেক ১৪৩২ হি.

লক্ষ্য ও উদ্দেশ্য: ঐতিহ্যবাহী  দরসে নেযামীর পাশাপাশি যুগোপযোগী আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সিলেবাসের অনুকরণে ইলম ও আমলের সমন্বয়ের মাধ্যমে আল্লাহ ওয়ালা, দ্বীনদার, ইসলামী আইন ও হাদিস বিশারদ তৈরী করা এবং তাঁদের মাধ্যমে বিশ্বব্যাপী ইসলাম ও মুসলিম বিশ্বের দ্বীনি প্রয়োজন পূরণের সর্বাত্মক চেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

কর্মসূচি : তালীম, তারবিয়াত, তাযকিয়া, ইসলাহ ও তাবলীগ।

মারকাযের কর্মধারা:  এখান থেকে ছাত্ররা ইসলামী ফিকহ, হাদীস, তাফসীর ও আরবী সাহিত্য বিষয়ে উচ্চতর ডিগ্রী লাভ করে। মুরুব্বীদের পরামর্শ ও ছাত্রদের আগ্রহের কারণে মিশকাত (স্নাতক) ও দাওরায়ে হাদীস (মাস্টার্স) রাখা হয়েছে। নিয়মতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশী ছাত্রদেরকে ধর্মীয় ধাঁচে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এছাড়াও সর্ব সাধারণের দ্বীনি খেদমত আঞ্জাম দেয়ার লক্ষ্যে সময়ে সময়ে মারকাযের পক্ষ থেকে সেবা ও জনকল্যানমূলক কাজের উদ্যোগ গ্রহণ করা হয়।

 

মারকাযের শিক্ষা কার্যক্রম:

০১. আদর্শ নূরানি বিভাগ।

০২. হিফজুল কুরআন বিভাগ।

০৩. উলূমুল কুরআন (তাফসীর) বিভাগ।

০৪. উচ্চতর ইসলামি ফিকহ ও আইন বিভাগ।

০৫. উচ্চতার হাদীস গবেষণা বিভাগ।

০৬. আরবি সাহিত্য (আদব) বিভাগ।

০৭. দাওরায়ে হাদীস। (মাস্টার্স)

০৮. মিশকাত। (স্নাতক)

 

প্রশিক্ষণ প্রকল্প :

০১. আমলি মাশক্ (জরুরি ইবাদতসমূহের প্রাকটিক্যাল)

০২. বিষয়ভিত্তিক ওয়াজ ও বক্তৃতা প্রশিক্ষণ।

০৩. হস্তলিপি ও শুদ্ধ বানান চর্চা প্রশিক্ষণ।

 

ফিকহী মজলিস:

ঢালাওভাবে অধ্যয়ন করে যাওয়া আর সন্নিবেশিতাকারে অধ্যয়নের মাঝে রয়েছে বিশেষ একটি পার্থক্যরেখা। অনুরূপ কিতাব বোঝা সহজ, তবে তা যুগীয় মাসয়ালার সাথে সামঞ্জস্য করা কঠিন। এ দুটি সমস্যা দূরীকরণের লক্ষ্যে মারকাযের সন্মানিত মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ (হাফিযাহুল্লাহ) বিভিন্ন প্রয়োজনীয় ও জরুরি মাসআলার উপর “মুহাযারায়ে আম্মাহ” (বিষয় ভিত্তিক সারগর্ভ আলোচনা) প্রদান করেন।

 

মারকাযের সেবামূলক কার্যক্রমঃ

ফতোয়া বিভাগ: এ বিভাগে নিম্নোক্ত পদ্ধতিতে সেবা প্রদান করা হয়।

১) সাধারণ বিভাগ:  জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত প্রাচীন, আধুনিক ও সমসাময়িক মুসলিম উম্মাহর যাবতীয় সমস্যাবলীর মৌখিক ও লিখিত সমাধান ও ফতোয়া প্রদানই এর মূল লক্ষ্য।

২) ফারায়েয বিভাগ (মৃতের সম্পদ বণ্টন): এ বিভাগে মৃত ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পত্তি ওয়ারিসগণের নিকট ইসলামী শরীয়ার বিধান মোতাবেক সুষ্ঠ বন্টনের রূপরেখা বর্ণনা করা হয়।

দাওয়াত ও তাবলীগ বিভাগ:  সাধারণ জনগণের দ্বীনি চাহিদা ও ছাত্রদের আমলি উন্নতির লক্ষ্যে উলামাদের তত্ত্বাবধানে পরিচালিত দাওয়াত ও  তাবলীগের উসূল ও কর্মপন্থার আদলে বিশেষ মেহনত ও সময় দেয়া হয়। উস্তাদদের বিশেষ নেগরানিতে ২৪ ঘন্টার জামায়াতসহ বিভিন্ন তাবলীগী নেসাব পালন করা হয়। এভাবে মারকাযে সর্বদা দাওয়াত ও তাবলীগের মতো মহান কাজ অব্যাহত রয়েছে।

মজলিসে দাওয়াতুল হক : ইসলাহী ও তায্‌কিয়া কার্যক্রমের সর্বাঙ্গীণ সফলতার জন্য মারকাযের মুদির শাহ আবরারুল হক রহ. এর অন্যতম খলীফা মিজানুর রহমান সাঈদ দা. বা. মারকায মিলনায়তনে ইসলাহী বয়ান করে থাকেন। যাতে উলামা-ত্বলাবার পাশাপাশি সাধারণ শিক্ষিতরাও অংশগ্রহণ করে থাকেন।

রচনা ও প্রকাশনা বিভাগ: মারকায দ্বীনের প্রতিটি ক্ষেত্রেই যোগ্য খাদেম তৈরীর খিদমত আঞ্জামের প্রচেষ্টায় বদ্ধপরিকর। আর তার সফলতার জন্যই গড়ে তোলা হয়েছে রচনা ও প্রকাশনা বিভাগ। এ বিভাগটির উদ্যোগে উচ্চতর গবেষণা বিভাগের ছাত্রদের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাকি পরিমণ্ডলে দ্বীনের বানী পৌছে দেয়া এবং দ্বীনের উপর আবর্তিত সকল ফিতনার প্রতিরোধমূলক রচনা-প্রবন্ধ তৈরী করে তা পুস্তাকারে সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দেয়ার কার্যক্রম চলছে।

 

প্রতিষ্ঠানের প্রকল্প সমূহ:

০১. উচ্চতর গবেষণা বিভাগে অধ্যয়নরত ছাত্রদের গবেষণার জন্য সুবিশাল স্বতন্ত্র গ্রন্থাগার।

০২. স্বাস্থ্যসম্মত ও আধুনিক দরসগাহ (ক্লাসরুম)।

০৩. অনলাইনে ফাতওয়া প্রদান ও দ্বীনি দাওয়াতি কার্যক্রম মিডিয়াতে সম্প্রচারের সুবিধার্থে বিশেষায়িত কম্পিউটার ল্যাব।

০৪. মারকাযের বিশাল ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নের সুবিধার্থে স্থায়ী একটি জায়গার ব্যবস্থা করা।

০৫. আমলি উন্নতি অর্জনের জন্য একটি বিশাল জামে মসজিদ নির্মাণ।

 

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা, বাংলাদেশ।

আল-হেরা টাওয়ার ক, ৮৬/১-এ, কুড়াতলী, ঢাকা-১২২৯।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top