
উপমহাদেশের শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ ‘দারুল উলুম দেওবন্দ’ এর স্বনামধন্য উস্তাযুল হাদিস আল্লামা হাবিবুর রহমান আজমী রহ. রফীকে আলার ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।
যার দরস-তাদরিস, লিখনী ও খেতাব থেকে উপকৃত হয়েছে উপমহাদেশের হাজার হাজার জ্ঞান পিপাসু তালিবে ইলম। হাদিস শাস্রে অপরিসীম পান্ডিত্যের কারণে তাঁকে যুগের ইবনে হাজার বলে অভিহিত করা হতো। তিনি একই সাথে মুহাদ্দিস-ফকীহ-ইতিহাসবিদ ও একজন সমাজ সংস্কারক ছিলেন। তাঁর ব্যবহারে মুগ্ধ ছিলো পুরো দারুল উলুম। তাঁর মতো বহুমূখি প্রতিভাবান বিদ্যানের বিয়োগে জাতির অপূরনীয় ক্ষতি হয়ে গেলো।
আমি দুআ করি, আল্লাহ তায়ালা তাঁকে জাযায়ে খাইর দান করুক এবং জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আমাদেরকে তাঁদের হাকীকী উত্তরসূরী হিসাবে কবুল করুক। আমীন।
বিনীত
মুফতি মিযানুর রহমান সাঈদ
প্রতিষ্ঠাতা-পরিচালক: শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা